বিরাট নজিরেও জয় অধরাই

0

পার্লে বোল্যান্ড পার্কে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা।  এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। পার্লে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে স্কোরবোর্ডে বড় রান তুলে, ভারতীয় দলকে পালটা চাপে রাখল প্রোটিয়াসরা। রাসি ভ্যান ডার ডুসেন  ও অধিনায়ক টেম্বা বাভুমার  জোড়া শতরানের সুবাদে ৪ উইকেটে ২৯৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

তেম্বা ১১০ রান করে আউট হয়ে গেলেও, ১২৯ রান করে অপরাজিত থাকেন ভ্যান ডার ডুসেন। ভারতীয় বোলারদের মধ্যে ২ উইকেট নেন জশপ্রীত বুমরা, ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া কেউই আর কোনও উইকেট পাননি। জবাবে ব্যাট করতে নেমে  ৮  উইকেটে ২৬৫ রানে থামল ভারতের রান।।অর্ধশতরান করলেন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান,শ্রেয়স। এদিনই বিদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রানের নিরিখে সচিন তেন্ডুলকরকে টপকালেন বিরাট কোহলি।

এই ম্যাচে অভিষেক হল নাইট তারকার।
গত বছর নভেম্বরে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের। তিনটি আন্তর্জাতিক টোয়েন্টি খেলার পর ওয়ানডে-তে অভিষেক হল তাঁর। 
 বোল্যান্ড পার্কে টস করতে নেমেই একাধিক নজির গড়ে ফেললেন রাহুল। দেশের হয়ে ৫০টি ওডিআই ম্যাচ খেলার আগেই তিনি অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। ভারতের হয়ে ৩৯টি ওডিআই ম্যাচ খেলেছেন রাহুল। অতীতে দেশের হয়ে ৩৫টি ওডিআই ম্যাচ খেলেই নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন কিংবদন্তি মোহিন্দর অমরনাথ। সৈয়দ কিরমানি, বীরেন্দ্র সেওয়াগের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেনীর ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছাড়াই আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করছেন রাহুল। 

এদিকে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সম্পূর্ণ টি-টোয়েন্টি সিরিজই হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে। এমনই জানা গেল বুধবার। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ইডেন গার্ডেন্সে। ঘটনাচক্রে যা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরের মাঠ। অন্যদিকে এক দিনের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে আমদাবাদে, যা বোর্ড সচিব জয় শাহের ঘরের মাঠ।

বুধবার সন্ধ্যায় বোর্ড ট্যুর ও ফিক্সচার কমিটির মিটিংয়ে সেই সিদ্ধান্তই হলো ।ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনটি ম্যাচ পেতে চলেছে কলকাতাIআগামী মাসে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি করে ওডিআই ও টি ৩০ ম্যাচ হবে।   করোনার কারণে ৬ টি আলাদা শহরে ম্যাচ খেলতে রাজি নয় ওয়েস্ট ইন্ডিজ দল। একটি বা দুটি ভেন্যুতে গোটা সিরিজ করার পরিকল্পনা করা হয়  ।মিটিং এর শুরুতে আমেদাবাদে সব ম্যাচ  করার দাবি ওঠে ।কিন্তু  রীতিমতো লড়াই করে তিনটি ম্যাচ ছিনিয়ে আনল সিএবি।

Post a Comment

0Comments

Post a Comment (0)