সূচি অনুযায়ী আজ ফতোরদার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে পয়েন্ট টেবলের সপ্তম স্থানে থাকা বেঙ্গালুরু এফসি'র মুখোমুখি হওয়ার কথা এটিকে মোহনবাগানের। কিন্তু করোনার জেরে ম্যাচ নিয়ে প্রবল অনিশ্চয়তা রয়েছে।শুক্রবার বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে প্রথাগত সাংবাদিক বৈঠক বাতিল করে দিয়েছে। শনিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে। তবে যা পরিস্থিতি তাতে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে। এফসি গোয়া গত ১২ দিন ঘরে হোটেলে বন্দি রয়েছে। ওড়িশা এফসি-র অনুশীলনও বন্ধ। যদিও আইএসএল সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়ার ভাবনাচিন্তা এখনই নেই আয়োজকদের।
শোনা গিয়েছিল করোনা আতঙ্ক কাটিয়ে বৃহস্পতিবারই ফের অনুশীলনে মাঠে নামতে চলেছেন রয় কৃষ্ণরা। তবে তেমনটা হয়নি।এমনি শুক্রবার ও প্রস্তুতি হয়নি। এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি, উভয় দলেরই একজন করে ব্যাকরুম স্টাফ করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। এর জেরেই কোনো । তবে ম্য়াচ ঘিরে আইএসএল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। শুক্রবার লিগের মেডিক্যাল দলের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকা প্রিন্স ইবারাদের বিজয়রথ থামিয়ে শীর্ষ চারে জায়গা পেতে মরিয়া জুয়ান ফেরান্দোর সবুজ মেরুন ব্রিগেড।বেঙ্গালুরু এফসি চলতি মরসুমের সূচনা ভালো করেনি। তবে শেষ কয়েকটি ম্যাচে ছন্দ ফিরে পেয়েছেন মার্কো পাজ্জেউলির ছাত্ররা। নিয়মিত গোল করছেন প্রিন্স ইবারা। দীর্ঘদেহী ইবারা, ক্লেইটন সিলভার সামনে কঠিন পরীক্ষায় পড়তে চলেছে সবুজ মেরুন রক্ষন। তিরি, দীপক টাংরি'রা সেই পরীক্ষায় কেমন করেন তার উপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
একদা জাতীয় দলের এক নম্বর গোলকিপার সুব্রত পালকে খেলার প্রস্তাব দিয়েছে এটিকে মোহনবাগান। ফলে দীর্ঘ ১৫ বছর পর ফের সবুজ-মেরুন জার্সি পরার সম্ভাবনা তৈরি হয়েছে সুব্রত পালের।
