জয়ের রেশ কাটতে না কাটতেই , ফের হার লাল হলুদের।
হায়দরাবাদ আর ইস্টবেঙ্গল। দুই দলের তফাৎ টা মারিও রিভেরাকে বুঝিয়ে দিলো নিজামের শহরের ফ্রাঞ্চাইজি। চার গোলে হারলো লাল হলুদ। বড়ো ম্যাচের আগে বড়ো হার। বাস্তবের মাটিতে আছাড় খেয়ে পড়লো মারিও র দল। প্রথম গোলটা অরিন্দম খাওয়ালেন। যে কোনো দলের মেরুদন্ড ভাঙার জন্য যথেষ্ঠ। কোটি টাকার গোলকিপারের কোটি টাকার ভুল। পরেরটা আদিল গিফট করলেন। ওগবেচে জোড়া গোল করে ফেললেন। অনিকেত যাদব এক গোল। বাকিটা হাওকিপের আত্মঘাতী। অন্যদিকে পেনাল্টি নষ্ট করলেন ফ্রাঞ্জও। ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো নামলেন দ্বিতীয়ার্ধে।। যত তাড়াতাড়ি সম্ভব ভুলতে চাইবেন ম্যাচ টা। পরের ম্যাচে ডার্বি। মারিও এত জমি দিলে হুগো, ডেভিড শেষ করে দেবেন। নিজের সাধ্য না বুঝলে আবার ভরাডুবি হবে।
অন্যদিকে বড় ম্যাচের আগে স্বস্তিতে নেই সবুজ মেরুনও ।ওড়িশার সঙ্গে ড্র করার পর বাগান কোচ
জুয়ান ফেরান্দো বলেন - " আমি একেবারেই খুশি নই। কারণ প্রতিটি ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহের লক্ষ্য ছিল। অনেকগুলি দিন নিভৃতবাসে কাটানোর সমস্যাটা বুঝতে পারছি। আমাদের ফুটবলাররা সতেজ ছিলেন না। অনেকগুলি বিষয় আমাদের বিপক্ষে গিয়েছে।
সবুজ মেরুনের কোচ আরও বলেন - " আমার দৃষ্টিভঙ্গি থেকে আজকের ম্যাচটা কঠিন ছিল। ওড়িশা মঙ্গলবারই ম্যাচ খেলেছে। ওরা অনেক বেশি ফ্রেশ ফুটবলারদের মাঠে নামাতে পেরেছে। যখন তুমি ম্যাচের মধ্যে থাকো একটা ছন্দ থাকে। আমরা দুটি অনুশীলন সেশান কাটিয়েই মাঠে নেমে পড়ি। সত্যি বলতে আমাদের কয়েকজন ফুটবলার মাত্র ২৪ ঘন্টা আগে নিভৃতবাস থেকে বেরিয়েছে। চোটের ভয়ও ছিল। তবে গোলের সুযোগগুলি কাজে লাগালে ফলটা অন্যরকম হতে পারত। "