Satsakal.com টেনিস কোর্টে ম্যারাথন লড়াই জিতে শেষ হাসি হাসার অভ্যাস আছে নোভাক জকোভিচের । এবার অস্ট্রেলিয়ার সরকারের বিরুদ্ধে লড়েও দুরন্ত জয় পেলেন সার্বিয়ান সুপারস্টার। কিংবদন্তি টেনিস তারকা এবার খেলতে পারবেন অস্ট্রেলিয়ান ওপেন।অস্ট্রেলীয় প্রশাসন জকোভিচের ভিসা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে বাতিল করে অস্ট্রেলিয়ার সরকার'কে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।সোমবার অস্ট্রেলিয়ার আদালতে হয় শুনানি। মেলবোর্নের হোটেলে নিজেকে প্রায় বন্দি করে রেখেছিলেন বিশ্বের একনম্বর টেনিস তারকা। আইনি কাগজপত্র তৈরিতে ব্যস্ত ছিলেন তিনি। শনিবার জকোভিচের আইনজীবী ৩৫ পাতার আবেদন আদালতে পেশ করেছিলেন। তাঁদের আবেদনের সারমর্ম ছিল জোকারের ভিসা বাতিলের সিদ্ধান্ত ঠিক নয়। এদিন অনলাইনে হয় এই শুনানি।
ফেডারেল সার্কিট কোর্টের বিচারক অ্যান্থনি কেলি ২০টি গ্র্যান্ড স্লামের মালিক জকোভিচকে মুক্তি দেওয়া ও তাঁর পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য অস্ট্রেলীয় সরকারকে নির্দেশ দিয়েছেন।
এর থেকে নিশ্চিত যে, আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন জোকার। ক্রীড়াবিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। দশম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে অস্ট্রেলিয়ায় নেমে ভিসা বাতিলের মুখে পড়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ায় কোভিড টিকার সংক্রান্ত যে বিধিনিষেধ রয়েছে তার প্রয়োজনীয় নথি বিমানবন্দরে জকোভিচ দেখাতে পারেননি। তাই তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে জানায় অস্ট্রেলিয়া সরকার।
