শনিবার আইএসএল ২০২১-২২ মরসুমের দ্বিতীয় ডার্বি । এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গলের দ্বৈরথ ঘিরে চড়ছে উন্মদনা, উত্তেজনার পারদ। একদিকে এই ম্য়াচ নিজেদের প্রমাণ করার লড়াই মারিও রিভারার লাল-হলুদ ব্রিগেডের।
৪-১-৪-১ ফর্মেশনে দল সাজাতে পারেন ফেরান্দো। গোলে অমরিন্দর। রক্ষণে প্রীতম, তিরি, সন্দেশ, শুভাশিস। ব্লকারে ম্যাকহিউ। মাঝমাঠে বোমাস, লিস্টন, মনবীর, লেনি/দীপক টাঙরি। সামনে ডেভিড উইলিয়ামস। বড় ম্যাচ জিতলেও কোনও সেলিব্রেশন নয়। বরং মুম্বই ম্যাচ নিয়ে ভাবনা শুরু করবেন ফেরান্দো। ডার্বির আগেই সাফ জানিয়ে দিলেন বাগান কোচ। শোনা যাচ্ছে রিজার্ভ বেঞ্চে থাকবেন রয় কৃষ্ণ। বর্তমানে রিহ্যাব চলছে তাঁর। কোভিড জয় করে ওড়িশা ম্যাচে নেমেছিলেন এটিকে মোহনবাগানের তারকা ফুটবলার। কিন্তু চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। বেশ কয়েকটা সহজ সুযোগ হাতছাড়া করেন। পরে হ্যামস্ট্রিং পুল হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন। ডার্বিতে শেষপর্যন্ত রয় কৃষ্ণকে না পাওয়া গেলে সেটা সবুজ মেরুন শিবিরের জন্য বড় ধাক্কা হবে। বড় ম্যাচে গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন ফিজিয়ান। রয় কৃষ্ণা প্রসঙ্গে ফেরান্দো বলেন, 'ওকে নিয়ে এখনও একটু সময় লাগবে। যদিও ওর পক্ষে খেলা খুব কঠিন। এখনও ৯০ মিনিট ফিট নয়। আমাদের ওকে দরকার। তাই ওকে আগলে রাখতে হবে। একটা বড় ম্যাচের জন্য জোর করে খেলিয়ে ঝুঁকি নিতে চাইব না। তাতে পরবর্তী আরও ২টো ম্যাচে ও অনিশ্চিত হয়ে পড়তে পারে।'
অন্যদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে লকল হলুদ। উন্মাদনা। সেটা ফাঁকা স্টেডিয়ামেই হোক না কেন। করোনা আবহেও আইএসএলের ফিরতি ডার্বিকে কেন্দ্র করে ময়দানে পারদ চড়তে শুরু করেছে। কিন্তু সেই আঁচ পড়ছে না সুদূর গোয়ায়। লাল হলুদ বিদেশিদের অধিকাংশই নতুন।
বড় ম্যাচ সম্বন্ধে ধারণা নেই। কিন্তু ঠাসা যুবভারতীতে ডার্বির সাক্ষী থাকার সুযোগ হয়েছিল মারিওর। এবার ডার্বির গুরুত্ব বোঝাতে শুক্র সন্ধেয় পুরনো ডার্বির ফুটেজ দেখানো হল ইস্টবেঙ্গলের বিদেশিদের। কোচ মারিওর দাবি, 'ডার্বি সবময় ৫০-৫০। আমাদের আন্ডারডগ বলা হচ্ছে ঠিকই, কিন্তু বাস্তব পরিস্থিতি অতটাও খারাপ না। সব ফুটবলারই পেশাদার। পেশাদার ফুটবলাররা জেতার লক্ষ্যেই মাঠে নামে। আমাদের দলের ফুটবলারদের প্রস্তুতি দেখলেই বোঝা যাবে, ওরা ডার্বি জয়ের জন্যই তৈরি হচ্ছে।'লাল-হলুদ কোচ বলছেন, 'আমরা ডার্বি জিততেই পারি। ডার্বিতে অন্য কোনও কিছু মাথায় থাকে না। দল লিগ টেবলে কত নম্বরে আছে, লিগের কী পরিস্থিতি, সেসব কিছুই এই ম্যাচে গুরুত্বপূর্ণ নয়। এই ম্যাচটা আলাদা। সবাই পেশাদার। দল হারতেই পারে আগের ম্যাচে। ডার্বিতে সেটা মাথায় থাকে না। এটা নতুন ম্যাচ। আমাদের আগের ম্যাচের কথা ভুলে গিয়ে খেলতে হবে।'
